রাসেল হোসেন, ধামরাই : ঢাকার ধামরাইয়ে ২০ পিচ ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোকামটোলা এলাকা থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,ধামরাই পৌর সভার মোকামটোলা মহল্লার আতাউর রহমানের ছেলে রনি (২৮) একই মহল্লার কামাল হোসেনের ছেলে আসাদুল ইসলাম(২৫)।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ধামরাই সার্কেল মোঃ শাহিনুর কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান কালে তারা রনি,আসাদুলের দেহ তল্লাশি চালিয়ে ২০ পিচ ইয়াবা উদ্ধার করেন।