বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ স্প্যানিশ লিগে মৌসুমে রোনালদোর আজ এটিই ছিল প্রথম ম্যাচ। তবে সেই ম্যাচ শেষ হলো ব্যর্থতায়।বার্সেলোনার মাঠে রেফারিকে ধাক্কা দিয়ে স্প্যানিশ টুর্নামেন্টগুলোতে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রোনালদো।পাঁচ ম্যাচেই ৯ গোল করে পিচিচি ট্রফির দৌড়ে অনেক এগিয়ে গেছেন মেসি।
রিয়াল-ভক্তদের জন্য সুখবর দিয়ে সেই নিষেধাজ্ঞা শেষ হয়েছিল। আজ বার্নাব্যুতে বেটিসের বিপক্ষে নেমেছিলেন রোনালদো। রোনালদো ফিরে আসায় রিয়াল কোচ জিনেদিন জিদান যথেষ্ট খুশি ছিলেন। কিন্তু তাঁর খুশি শেষতক থাকল না।
লেভান্তের বিপক্ষে লিগে ঘরের মাঠে সর্বশেষ ম্যাচে ড্র করার পর রিয়াল মিডফিল্ডার মার্কোস ইয়োরেন্তেও বলেছিলেন, ‘ও (রোনালদো) থাকলে আজ আমরা জিততাম।’
তবে আজ সেই ‘ও’ থাকার পরও ০-১ গোলে রিয়াল বেটিসের কাছে হারতে হলো রিয়াল মাদ্রিদকে।হেরে মাঠেই শুয়ে পড়লেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ।