বঙ্গবন্ধু সেতুতে এক সকালেই ৮ দুর্ঘটনা, নিহত ৪

বিডি মেট্রোনিউজ ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে এক সকালেই ৮টি  দুর্ঘটনা, এতে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ দুর্ঘটনাকবলিত যান উদ্ধারে কাজ করছে। কিছু সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান।

ওসি আখেরুজ্জামান জানান, শনিবার ভোর ৫টা থেকে ৬টা পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় সেতুতে পৃথকভাবে ট্রাকের সঙ্গে বাস, বাসের সঙ্গে বাস ও পুলিশের ভ্যানের সঙ্গে পিকআপের সংঘর্ষসহ আটটি দুর্ঘটনা ঘটে। এতে অন্তত চারজন নিহত হন। আহত হন অন্তত ১০ জন। সেতুতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও সেতু কর্তৃপক্ষের লোকজন কাজ করছে। যান চলাচল এখন পর্যন্ত বন্ধ রয়েছে।

তিনি বলেন, নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। আহতদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

Print Friendly, PDF & Email

Related Posts