বিডি মেট্রোনিউজ ॥ আগামী ৭২ ঘন্টার মধ্যে হাজারিবাগ থেকে ট্যানারি স্থানান্তর না করলে ট্যানারি কারখানাগুলো বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
তিনি এ লক্ষ্যে আজই বিসিককে ট্যানারি মালিক বরাবর উকিল নোটিশ প্রেরণের নির্দেশনা দিয়েছেন। তিনি ৭২ ঘন্টা অতিবাহিত হবার পরও কোনো ট্যানারি মালিক হাজারিবাগ থেকে প্রতিশ্রুতি অনুযায়ী স্থানান্তরে ব্যর্থ হলে, সাভারের চামড়া শিল্পনগরীতে তার নামে বরাদ্দকৃত প্লটও বাতিল করে দেয়ার নির্দেশনা দেন।
চলতি ২০১৫-২০১৬ অর্থবছরে শিল্পখাতের উন্নয়নে সরকার গৃহিত বিভিন্ন প্রকল্পের কার্যক্রম মূল্যায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও সংস্থা প্রধানদের নিয়ে আয়োজিত সভায় এ নির্দেশন দেয়া হয়। শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।
শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু । সভায় শিল্প সচিব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়াসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও কর্পোরেশনের প্রধান এবং সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা