পুলিশের নির্যাতনে অসুস্থ রাব্বী হাসপাতালে

বিডি মেট্রোনিউজ পুলিশের নির্যাতনে অসুস্থ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে তাকে হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি করা হয়। তার মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্নস্থানে প্রচণ্ড ব্যথা রয়েছে।

গত শনিবার রাতে মোহাম্মদপুর থানার এসআই মাসুদ রানা শিকদার তাকে আটক করে টাকার জন্য নির্যাতন করেন। ওই ঘটনায় পুলিশ কর্মকর্তা মাসুদকে ইতিমধ্যে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
রাব্বী বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ইলিকা ঘোষ জানান, রাব্বীর শরীরের বিভিন্ন স্থানে যন্ত্রণা থাকায় তাকে ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি করা হয়েছে।

এদিকে রাব্বীর ওপর পুলিশের নির্যাতন ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ তদন্ত করছেন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার হাফিজ আল ফারুক।
তিনি সমকালকে বলেন, ‘এখনও তদন্ত কার্যক্রম শেষ হয়নি। স্পর্শকাতর ঘটনা হওয়ায় বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে বিস্তারিত তদন্ত চলছে। দ্রুততম সময়ে প্রতিবেদন দেওয়া হবে।’
মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, অভিযুক্ত এসআইকে প্রাথমিকভাবে থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করে ডিসি তেজগাঁও কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবন্থা নেওয়া হবে।
Print Friendly, PDF & Email

Related Posts