বিডি মেট্রোনিউজ ॥ মালয়েশিয়ার প্রতিনিধি হয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপে খেলতে আসা ফেলডা ইউনাইটেড এফসির সঙ্গেও পেরে ওঠেনি বাংলাদেশ। ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ১-১ গোলে ড্র করেছে মামুনুলরা। তবে এই ড্রয়ে সেরা চারে খেলার আশা ভালোভাবেই বেঁচে আছে টুর্নামেন্টের গত আসরের রানার্সআপদের।
এই ড্রয়ের পর চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারানো নেপালের পয়েন্টও সমান চার, তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা দ্বিতীয় স্থানে।
শ্রীলঙ্কাকে ৪-২ গোলে হারিয়ে গোল্ড কাপ শুরু করেছিল বাংলাদেশ। অন্যদিকে, নেপালের সঙ্গে ড্র করে আসা মালয়েশিয়া দুই পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে।সেমি-ফাইনাল নিশ্চিত করার ম্যাচে আগামী শুক্রবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে সেরা চারে ওঠার আশা নিয়ে মালয়েশিয়া খেলবে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া শ্রীলঙ্কার সঙ্গে।