আবু সিদ্দিক, ভোলা চরফ্যাসন পৌরসভার নির্বাচন আগামী ১৫ ফেব্রুয়ারী।বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ভোলা জেলার চরফ্যাসন এবং চাদপুর জেলার শাহরাস্তি পৌরসভার মনোনয়ন দাখিল ২০ জানুয়ারী,বাছাই ২১ জানুয়ারী, প্রত্যাহার ২৯ জানুয়ারী, ভোট গ্রহন ১৫ ফেব্রয়ারী/২০১৬।
ইতিমধ্যে আওয়ামীলীগ সভানেএী শেখ হাসিনা মনোনীত,পরিবেশ বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর বিশ্বস্হভাজন ও পৌর এলাকায় দলমত নির্বিশেষে সকলের আস্তাভাজন জনপ্রিয় ব্যক্তিত্ব বাদল দেবনাথ আঃলীগ মনোনীত প্রার্থী।