কলেজছাত্রের হাতে চাচি ও চাচাত ভাইবোন খুন

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ কিশোরগঞ্জে বাড়ির সীমানার বিরোধের জেরে এক কলেজছাত্রের হাতে তার চাচিসহ চাচাত ভাইবোন খুন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ওই কলেজছাত্রকে আটক করা হয়েছে।আজ শনিবার সকাল ৭টার দিকে পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন – ওই গ্রামের তাছলিমা বেগম (৩৫), তার ছেলে নিলয় (১০) ও মেয়ে রাইশা (৮)।

পাকুন্দিয়া থানার ওসি মো. শামসুদ্দিন জানান, ওই গ্রামের কলেজছাত্র মবিন (২৫) ও তার চাচার পরিবারের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল। এই বিরোধের জেরে মবিন দা দিয়ে তার চাচি তাছলিমা, চাচাত ভাই নিলয় ও চাচাত বোন রাইশাকে কুপিয়ে আহত করেন। এতে তাছলিমা ও নিলয় ঘটনাস্থলেই মারা যান। রাইশাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর তারও মৃত্যু হয়।

ঘটনার পরপরই স্থানীয়রা মবিনকে আটক পুলিশে দেয় জানিয়ে তিনি বলেন, মবিন কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের মাস্টার্সের ছাত্র।

Print Friendly, PDF & Email

Related Posts