বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ কিশোরগঞ্জে বাড়ির সীমানার বিরোধের জেরে এক কলেজছাত্রের হাতে তার চাচিসহ চাচাত ভাইবোন খুন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ওই কলেজছাত্রকে আটক করা হয়েছে।আজ শনিবার সকাল ৭টার দিকে পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন – ওই গ্রামের তাছলিমা বেগম (৩৫), তার ছেলে নিলয় (১০) ও মেয়ে রাইশা (৮)।
পাকুন্দিয়া থানার ওসি মো. শামসুদ্দিন জানান, ওই গ্রামের কলেজছাত্র মবিন (২৫) ও তার চাচার পরিবারের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল। এই বিরোধের জেরে মবিন দা দিয়ে তার চাচি তাছলিমা, চাচাত ভাই নিলয় ও চাচাত বোন রাইশাকে কুপিয়ে আহত করেন। এতে তাছলিমা ও নিলয় ঘটনাস্থলেই মারা যান। রাইশাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর তারও মৃত্যু হয়।
ঘটনার পরপরই স্থানীয়রা মবিনকে আটক পুলিশে দেয় জানিয়ে তিনি বলেন, মবিন কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের মাস্টার্সের ছাত্র।