বিডিমেট্রোনিউজ ॥ পরকীয়ার জেরে স্বামীর গোপনাঙ্গ কেটে হত্যার দায়ে স্ত্রী ছালেহা খাতুন শিউলিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৪-এর বিচারক আবদুর রহমান সরকার এ রায় দেন।
রায়ে বিচারক তাঁর পর্যবেক্ষণে বলেন, বর্তমান সমাজে পাষণ্ড স্বামী কর্তৃক স্ত্রী হত্যার ঘটনা যেমন ঘটছে, ঠিক তেমনিভাবে পাষণ্ড স্ত্রী কর্তৃক স্বামী হত্যার মতো ঘটনাও অহরহ ঘটছে। দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠাকল্পে এ ধরনের মামলার আসামির উপযুক্ত বিচার হওয়া আবশ্যক। ফলে এই মামলার আসামিকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করলে এ ধরনের নির্মম, নিষ্ঠুর ও নৃশংসভাবে স্বামীর পুরো অণ্ডকোষসহ পুরুষ লিঙ্গ কর্তনসহ গলার শ্বাসনালি কাটার মতো ভয়ঙ্কর হত্যাসহ এ জাতীয় অভিশাপ থেকে সমাজকে মুক্তি দেওয়া সম্ভব নয়।
আসামি যে অপরাধ করেছে তা খুবই মর্মান্তিক, বিভীষিকাময়, নারকীয় ও ভয়ঙ্কর। এ অপরাধ সভ্য সমাজের মানুষের কাছে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তার অপরাধ বর্বরতা ও সভ্যতার সব সীমা ছাড়িয়ে গেছে। আসামিকে এই মামলার দণ্ড প্রদানের ক্ষেত্রে আইনত বা ন্যায়ত কোনো সুযোগ বা আদালত থেকে আসামি কোনো প্রকার অনুকম্পা বা দয়া পেতে পারে না।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. আবদুল কাদের পাটোয়ারী জানান, রায়ের সময় আসামি ছালেহা খাতুন শিউলি আদালতে হাজির ছিলেন। তাকে মৃত্যুপরোয়ানাসহ কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, মহসীন তার স্ত্রী ছালেহা খাতুন শিউলি ও দুই ছেলেকে নিয়ে রাজধানী মিরপুরের পল্লবীতে স্থায়ীভাবে বসবাস করতেন।
সালেহার বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। এর জের ধরে ২০১২ সালের ২৬ অক্টোবর দুপুর ১টায় আসামি স্বামীর লিঙ্গ ও অণ্ডকোষ পুরোটাই শরীর থেকে বিচ্ছিন্ন করে গলার শ্বাসনালি ধারালো অস্ত্র দিয়ে কেটে হত্যা করেন।
এ ঘটনায় নিহত মহসীনের ভাই মজনু বাদী হয়ে পল্লবী থানায় দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ ছালেহাকে গ্রেপ্তার করলে তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতের ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব কুমার শীল এ ঘটনায় আসামি শিউলিকে একমাত্র আসামি করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দিলে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলি হয়ে আসে। এ আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে আজ মামলার রায় ঘোষণা করা হয়।