ইউটিউবে ভাইরাল শাকিব-পরির হট বেড সিন

বিডি মেট্রোনিউজ ডেস্ক ইউটিউব এখন মেতে রয়েছে শাকিব-পরির হট বেড সিনে! ইউটিউবে মুক্তির মুহূর্তের মধ্যেই যা  ভাইরাল!

বাংলাদেশের ছবি ‘ধূমকেতু।’ দিন কয়েক আগেই যার টিজার মুক্তি পেয়েছে। ত্রিকোণ প্রেমের এই ছবির টিজার মুক্তি পাওয়ার মুহূর্তের মধ্যেই তা ১ লক্ষ ৩০ হাজারেরও বেশি বার দেখে ফেলেছেন দর্শকেরা।

আর হবে নাই বা কেন? মুক্তির আগে থেকেই তো বিতর্ক শুরু হয়ে গিয়েছিল ছবিটি নিয়ে। শাকিব খান এবং পরিমনী অভিনীত এই টিজারে তাঁদের ঘনিষ্ঠ মুহূর্ত রয়েছে।

ছবি মুক্তির তারিখ এখনও স্থির করেননি পরিচালক শফিক হাসান।

‘ধূমকেতু’-র সেই বিতর্কিত ভিডিও টিজার:

https://www.youtube.com/watch?v=-jJUhDFEBuQ

 

Print Friendly, PDF & Email

Related Posts