বিয়ের নামে প্রতারণা, কথিত স্ত্রী-শ্বশুর-শাশুড়ি আটক

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বিয়ের নামে প্রতারণার মাধ্যমে সৌদি প্রবাসীর নিকট থেকে ২৭ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কথিত স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে থানা পুলিশ।

জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের মালঞ্চা এলাকার অব. পুলিশ কনস্টেবল এমদাদুল হকের কলেজ পড়ুয়া কন্যা শবনম মোস্তারী ২০১৩ সাল থেকে লক্ষীপুর জেলার সৌদি-আরবে কর্মরত হারুনের সঙ্গে ফেইস বুকের মাধ্যমে পরিচয় হয়। সেই থেকে হারুন-শবনমের মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকল প্রকার যোগাযোগ দীর্ঘ দিন ধরে চলে এবং এক পর্যায়ে তারা বিয়ে করেন।

বিয়ের পর থেকেই নানান কারণ দেখিয়ে শবনম ও তার বাবা-মা প্রায় ২৭ লক্ষ টাকা কথিত স্বামী হারুনের নিকট থেকে হাতিয়ে নেয়। গত ১৫ ডিসেম্বর হারুন দেশে ফিরে স্ত্রীর দাবী নিয়ে শবনমের বাড়িতে গেলে স্বামী হিসাবে অস্বীকার করলে পাঁচবিবি থানায় অভিযোগ করলে প্রাথমিক তদন্তে তা প্রমানিত হলে বাবা-মাসহ শবনমকে থানা পুলিশ আটক করে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সৌদি প্রবাসী হারুনের অভিযোগের বিষয়টি প্রাথমিক তদন্ত করে জানা যায় ঘটনাটি সঠিক এবং বিয়ের নাম করে শবনম ও তার পরিবারে লোকজন লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারণা মামলা দিয়ে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email

Related Posts