বিডি মেট্রোনিউজ ॥ রওশন এরশাদকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করাকে ‘সম্পূর্ণ অবৈধ’ বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর ঢাকায় দেওয়া ঘোষণার প্রতিক্রিয়ায় সোমবার রাতে রংপুরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
জাতীয় পার্টিকে ভাঙার চেষ্টা চলছে দাবি করে এজন্য দলের আওয়ামী লীগঘনিষ্ঠ নেতাদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ।
এরশাদ রোববার নিজের জেলায় সংবাদ সম্মেলন করে ভাই জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান ও উত্তরসূরি ঘোষণা করলে তার পাল্টায় সোমবার রাতে ঢাকায় রওশনের বাড়িতে এক বৈঠকে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়।
এর ঘণ্টাখানেকের মধ্যে রংপুরে অবস্থানরত এরশাদ তার প্রতিক্রিয়া জানাতে একটি হোটেলে সংবাদ সম্মেলনে ডেকে বলেন,“আমিই পার্টির চেয়ারম্যান। সভাপতিমণ্ডলীর সভা আহ্বান করার এখতিয়ার শুধু আমার। আমি ছাড়া সভাপতিমণ্ডলীর কোনো সভা কেউ ডাকতে পারেন না। ডাকলেও তা হবে গঠনতন্ত্র পরিপন্থি। রওশন এরশাদকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করাটাও অবৈধ। যারা করেছে তাদের উদ্দেশ্য অসৎ।”