কেমন আছো নাবিলা

বিডি মেট্রোনিউজ ডেস্ক ॥ কণ্ঠশিল্পী ইমরানের নতুন এ্যালবাম কেমন আছো নাবিলা। শিল্পী ইমরানের ৩ নাম্বার সলো এ্যালবাম এবার আসছে বাংলা ইভেনট ম্যানেজ ম্যানটের ব্যানারে।  বাংলা  ইভেনট ম্যানেজ ম্যানটের কর্ণধার আশা করেন এ্যালবামটা ব্যবসা সফল হবে। কারণ এ্যালবামের প্রতিটি গানই  ভালো ।  এ্যালবামটি ভিসিডি আকারে আসছে বাজারে।

এ্যালবামটি প্রযোজনা ও পরিবেশনা করেছেন বাংলা ইভেনট ম্যানেজ ম্যানট।এ্যালবামটিতে মোট ১০ টা গান রয়েছে। এর ৮ টি গান লিখেছেন সোলাইমান জয় আর দুটি গান লিখেছেন ইয়ামিন শামীম। সংগীত পরিচালনা করেছেন খায়েম আহম্মেদ ও সুমন।

ইমরানের প্রথম এ্যালবাম ১) ভালবাসা মাপা যায় না ২)  নাবিলা তোর কারনে আমি একেলা  ৩)  সর্ব শেষ এ্যালবাম  কেমন আছো নাবিলা। এ্যালবামটি সারাদেশে পাওয়া যাবে। শিল্পী ইমরানের এই এ্যালবাম টি নিয়ে সবাই আশাবাদি। এ্যালবামের দুটি গানে মডেলিং করেছেন চিত্র নায়িকা সুচিত্রা (জয়া)।

ইমরান তার স্বপ্নের সিড়ি বেয়ে আস্তে আস্তে উপরেই উঠছেন। ইমরান বলেন, আমি সবার দোয়া নিয়ে সবার মাঝে বেঁচে থাকতে চাই। আমাকে সবাই দোয়া করবেন। আমি যেন আপনাদের  মাঝে বেঁচে থাকতে পারি। আমি গান গেয়ে আপনাদের মাঝে একটু জায়গা করে নিতে চাই।আশা করি আমার  গানগুলো আপনাদের ভালো লাগবে। সারা দেশের মানুষের কাছে আমি কৃতজ্ঞ আমাকে এত দূরে আনার জন্য।

ইমরান বলেন, আরও কৃতজ্ঞতা জানাই গীতিকার সোলাইমান জয় ও ইয়ামিন শামীমকে।  বিশেষ কৃতজ্ঞতা অনি কে । অনি হচ্ছেন বাংলা ইভেনট ম্যানেজম্যানটের কর্ণধার। অনি আমাকে সাহস জুগিয়েছেন।

ইমরান বলেন, নতুন গান করছি ক্রিকেটের গান আর একটা ডুয়েট এ্যালবামেরও কাজ করছি। গান গুলো খুব সুন্দর হচ্ছে। আসা করি সব গান. দর্শকদের ভালো লাগবে.অলরেডি গানের কাজ শেষও করে ফেলেছি। মেয়ে শিল্পী কাকে নিবো এখনও ঠিক হয়নি, তবে আমি নতুন কাউকে ব্রেক দেবো এই রকম একটা ইচ্ছে আছে।গান গুলোর কথাও  সুন্দর। সব গানের কথা লিখছেন সোলাইমান জয়।

গানের কথা গুলো হচ্ছে ১) মন কান্দে শুধু তোর লাগি প্রান কান্দে শুধু তোর লাগি. ২) যে ভালবাসায় সুখ থাকেনা সে ভালবাসা তো চাইনা. ৩) আয় আয় না কাছে আয় না মিশি প্রেমের মোহনায়. এই রকম সুন্দর সুন্দর কথা নিয়ে এ্যালবাম টির কাজ করছি।

 

Print Friendly, PDF & Email

Related Posts