বিডি মেট্রোনিউজ ॥ বৃহস্পতিবার টি-টোয়েন্টির বড় দুই টুর্নামেন্ট এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দুই টুর্নামেন্টে নেই রুবেল হোসেন । কেবল চোটের জন্য রুবেলকে দলে রাখা হয়নি।
চোটের জন্য গত জুলাইয়ের পর থেকে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি রুবেল। গত সেপ্টেম্বরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারতে খেলার সময় আবার চোটে পড়েন এই পেসার।
চোট কাটিয়ে বিপিএলে সিলেট সুপার স্টার্সের হয়ে ছয়টি ম্যাচ খেলেন তিনি। তবে আবার চোটে পড়ায় ডিসেম্বরের পর থেকে মাঠের বাইরেই আছেন বাংলাদেশের সবচেয়ে দ্রুত গতির এই পেসার।
রুবেলের বিশ্বকাপে খেলার সম্ভাবনা অবশ্য শেষ হয়ে যায়নি। জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার বলেন, “এই দলটি নিজেদের মধ্যে কিছু প্রস্তুতি ম্যাচ খেলবে। সে সময়ে রুবেলের বল করার কোনো সম্ভাবনা নেই বলে তাকে রাখা হয়নি।”
আইসিসির বিশ্বকাপের দল দেওয়ার শেষ সময়ের আগে যে কাউকে যোগ করে চূড়ান্ত দল ঘোষণা করা যায়। তাই চোট থেকে সময় মতো সেরে উঠতে পারলে ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর টুর্নামেন্টে দেখা যেতে পারে রুবেলকে।