বিডি মেট্রোনিউজ, গাজীপুর॥ গাজীপুরের পূবাইলের এক কারাখানার বয়লার বিস্ফোরণে দগ্ধ হয়ে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের কারখানার এ ঘটনায় অন্তত তিন জন মারাত্মক দগ্ধ হয় বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আখতারুজ্জামান লিটন জানিয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আক্তারুজ্জামান বলেন, “কারখানাটিতে পুরনো টায়ার গলিয়ে তার ও এক ধরনের জ্বালানি তেল বের করা হয়।
“শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ কারখানার বয়লার বিস্ফোরিত হলে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়; মারাত্মক দগ্ধ হয় অন্তত তিন শ্রমিক।”
এরা হলেন- আব্দুল কাদির (৪৫), কামাল (৪৯)ও স্বাধীন (৩২)। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, “ওই তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।”
এদের মধ্যে প্রথম দুজনকে তাৎক্ষণিকভাবে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও শেষজনকে টঙ্গী ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়েছিল।
শহীদ তাজউদ্দীন হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আব্দুস সালাম সরকার বলেন, “কামাল ও কাদিরের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।” আর স্বাধীনের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গেছে বলে টঙ্গী হাসপাতালের চিকিৎসক জেসমিন আক্তার জানিয়েছেন। পরে তিন জনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।