বিডি মেট্রোনিউজ॥ ২০১৪-১৫ মৌসুমে উইজডেন ইন্ডিয়ার বর্ষসেরা ছয় ক্রিকেটারের একজন নির্বাচিত হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়ক এই পুরস্কার পাওয়াকে নিজের ও দেশের জন্য বড় সম্মান বলে মনে করছেন।
মাশরাফির সঙ্গে ২০১৪-১৫ মৌসুমের সেরা অন্য ৫ ক্রিকেটার পাকিস্তানের ইউনুস খান, ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও বিনয় কুমার, ইংল্যান্ডের জো রুট ও শ্রীলঙ্কার ধাম্মিকা প্রসাদ।
উইজডেনের ইন্ডিয়ার স্বীকৃতি পাচ্ছেন, আগে থেকেই কিছুটা জানতে পেরেছিলেন মাশরাফি। তবে আনুষ্ঠানিক ভাবে জানলেন শনিবারই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানালেন, এই স্বীকৃতি বড় সম্মান।
“আমরা স্বীকৃতির জন্য খেলি না। তবে স্বীকৃতি পেলে সব সময়ই ভালো লাগে। বুঝতে পারি দলের ও দেশের জন্য কিছুটা হলেও অবদান রাখতে পেরেছি। এই স্বীকৃতি পেয়েও ভালো লাগছে। দেশের বাইরে থেকে যেহেতু স্বীকৃতিটা এসেছে, আমি মনে করি নিজের জন্য যেমন, দেশের জন্যই এটি সম্মানের।”
বর্ষসেরায় সঙ্গী অন্যকজন ক্রিকেটারের নাম দেখেও বেশ রোমাঞ্চিত বাংলাদেশ অধিনায়ক।
“ইউনুস খান তো পাকিস্তানের ব্যাটিং গ্রেট, টেস্টে অসাধারণ ফর্মে আছে সাম্প্রতিক বছরগুলোয়। জো রুট সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান। অশ্বিন দারুণ ফর্মে আছে। প্রসাদ তো ইংল্যান্ডে টেস্ট সিরিজ জিতিয়ে দিল শ্রীলঙ্কাকে। এই পারফর্মারদের সঙ্গে থাকতে পেরেছি মানে হয়ত নিজেও কিছুটা করতে পেরেছি। ভালো লাগছে।”
ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ক্রিকেটার অ্যালমানাকের ভারতীয় সংস্করণ ‘উইজডেন ইন্ডিয়া’। চতুর্থ সংস্করণের প্রচ্ছদে জায়গা পেয়েছেন ভারতের ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এবার হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে ব্যাটিং গ্রেট বিজয় মার্চেন্ট ও লেগ স্পিনিং গ্রেট ভগবৎ চন্দ্রশেখরকে।
বাংলাদেশ থেকে এর আগে উইজডেন ইন্ডিয়ার বর্ষসেরা হয়েছেন সাকিব আল হাসান, মুমিনুল হক ও মুশফিকুর রহিম।