কোয়ালিফায়ারে কেকেআর, অভিনন্দন মমতার

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥  শেষমেশ ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাল কলকাতা নাইট রাইডার্স৷ রাজস্থান রয়্যালসকে একাদশ আইপিএল থেকে ছিটকে দিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট নিশ্চিত করল নাইটরা৷

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে কেকেআর৷ জবাবে ব্যাট করতে নামা রাজস্থানকে ৪ উইকেটে ১৪৪ রানে আটকে রাখে তারা৷ ২৫ রানে ম্যাচ জিতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ের ছাড়পত্র আদায় করে নেয় কলকাতা৷

কোয়ালিফায়ারে জায়গা করে নেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে অভিনন্দন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলির জন্যও নাইটদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি৷

ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে৷ ৩৮ বলে ৫২ রানের অধিনায়োকচিত ইনিংস খেলেন কার্তিক৷ আন্দ্রে রাসেল ২৫ বলে ৪৯ রান করে অপরাজিত থেকে যান৷

পালটা ব্যাট করতে নেমে রাজস্থান ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রানের বেশি তুলতে পারেনি৷ সঞ্জু স্যামসন (৫০) ও অজিঙ্ক রাহানের (৪৬) লড়াই ব্যর্থ হয়৷ ২৫ রানে ম্যাচ জিতে কোয়ালিফায়ারের টিকিট নিশ্চিত করে কলকাতা৷

নাইটদের জয়ের পরেই সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর অভিনন্দন বার্তা ভেসে আসে৷ টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, ‘ওয়েল ডান নাইটরাইডার্স, ওয়েল ডান শাহরুখ, জিততে থাকো৷’

টুইট করে কার্তিকদের অভিনন্দন জানিয়েছেন টিম মালিক কিং খানও৷ শুটিংয়ে ব্যস্ত থাকায় ইডেনের গ্যালারিতে উপস্থিত তাকতে পারেননি বাদশা৷ টুইটারে ভিডিও বার্তায় তিনি জানান, ‘কেকেআরের অসাধারণ ছেলেদের সঙ্গে আলাপচারিতা মিস করছি৷ শুটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছিলাম৷ তাই স্নানের মাঝেই আমার ভালোবাসা পাঠাচ্ছি৷ দারুণ কেকেআর৷ ভীষণ ভীষণ গর্বিত ও খুশি৷’

Print Friendly, PDF & Email

Related Posts