ট্র্যাকবদল সানি লিওনের

বিডি মেট্রোনিউজ ডেস্ক  ট্র্যাকবদল সানি লিওনের! এবার কলম হাতে সানি লিওন, লিখবেন ছোট গল্প। সানি লিওন পর্নস্টার থেকে আজ বলিউডের এক প্রতিষ্ঠিত অভিনেত্রী। শোনা গিয়েছিল অল্প কয়েকদিনের মধ্যেই তিনি শুরু করতে চলেছেন তাঁর প্রযোজনা সংস্থা। তবে সবচেয়ে বড় চমক বোধহয় অপেক্ষায় ছিল।

এবার পর্নস্টার পরিণত অভিনেত্রী হতে চলেছেন লেখিকা। হ্যাঁ ঠিকই শুনেছেন, কোনও ছবির চরিত্রে নয়, বাস্তবে কলম ধরতে চলেছেন সানি। লিখবেন ছোট ছোট ১২ থেকে ১৫টি ছোট গল্প।

নিজের এই নতুন ভূমিকা সম্পর্কে ভীষণই উত্সাহী সানি, জানিয়েছেন তিনি লেখিকা হিসেবে তাঁর ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করবেন। সূত্রের তরফে দাবি করা হয়েছে কোনও এক ভারতীয় প্রকাশকের হয়ে বই লিখবেন সানি। ১২ থেকে ১৫টি ছোট গল্প প্রায় ২০০০ শব্দের মধ্যে হবে। বইটি লেখা শেষ হয়ে গেলে অনলাইনে পাওয়া যাবে। তবে প্রথমে দাবি করা হচ্ছিল সানির জীবন নিয়েই লেখা হবে এই ছোট গল্পগুলি। কিন্তু বাস্তবে গল্পগুলি প্রকাশকের দেওয়া বিষয় নিয়েই লিখবেন সানি।

Print Friendly, PDF & Email

Related Posts