ব্রাথওয়েটের শেষ ছক্কায় আটকে গেল উইন্ডিজের জয়

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বলা যায় একাই লড়লেন ব্রাথওয়েট। ব্রাথওয়েটের শেষ ছক্কায় আটকে গেল উইন্ডিজের জয় গেইল-হেটমায়ারের হাফসেঞ্চুরি ও শেষে ব্রাথওয়েটের দুর্দান্ত সেঞ্চুরির পরও ছাড়া অন্য কোন ব্যাটসম্যান বড় সংগ্রহ করতে না পারায় মাত্র ৫ রানের ব্যবধানে হেরে মাঠ ছাড়ে উইন্ডিজ। ২ উইকেটে ১৪২ রান থেকে কিউই বোলারদের তোপে ৭ উইকেটে উইন্ডিজ হয়ে যায় ১৬৪ রান! এখানেই ম্যাচে হেরে যায় ক্যারিবিয়রা।

এরআগে কিউই ব্যাটসম্যান কেন উইলিযামসনের ১৪৮ রানে ভর করে ২৯১ রান তোলে ব্ল্যাকক্যাপসরা।

এই জয়ে ৬ ম্যাচে ৫ জয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড। অন্যদিকে সমান ম্যাচে একটিমাত্র জয়ে তিন পয়েন্ট নিয়ে ক্যারিবিয়দের অবস্থান সাত। এই হারে টুর্নামেন্টে অনেকটাই ছিটকে গেল হোল্ডারের দল।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড৫০ ওভারে ২৯১/৮ (গাপটিল ০, মানরো ০, উইলিয়ামসন ১৪৮, টেইলর ৬৯, ল্যাথাম ১২, নিশাম ২৮, ডি গ্র্যান্ডহোম ১৬, স্যান্টনার ১০, হেনরি ০*; কটরেল ১০-১-৫৬-৪, রোচ ১০-২-৩৮-০, হোল্ডার ৭-০-৪২-০, টমাস ৬-০-৩০-০, ব্র্যাথওয়েট ৬-০-৫৮-২, নার্স ৯-০-৫৫-০, গেইল ২-০-৮-১)।

উইন্ডিজ: ৪৯ ওভারে২৮৬/১০ গেইল ৮৭, হোপ ১, পুরান ১, হেটমায়ার ৫৪, হোল্ডার ০, ব্রাথওয়েট ১০১, নার্স ১, লুইস ০, রোচ ১৪, কটরেল ১৫, থমাস ০*; বোল্ট ৩০/৪, হেনরি ৭৬/১, ফার্গুসন ৫৯/৩, নিসাম ৩৫/১, স্যান্টনার ৬১/০, গ্রান্ডহোম ২২/১)

ফল: নিউজিল্যান্ড ৫ রানে জয়ী

Print Friendly, PDF & Email

Related Posts