জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে কর্নেল এ.মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এ ইউনিফর্ম বিতরণের আয়োজন করে স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক সংস্থা এ্যাডভান্সমেন্ট অব রুরাল এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার সোশ্যাল সিকিউরিটি এন্ড হেলথ (অরিষ)।
এ সময় বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থীর মাঝে ইউনিফর্ম বিতরণ করা হয়। বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আফসার সরকার।
অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সদস্য ওয়াহেদ উদ্দিন আহম্মেদ মধু মিয়া, জেলা যুবলীগের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক খান তুষার, গড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোনামুদ্দিন, অরিষের স্থায়ী সদস্য পারভেজ মাহমুদ, বিভিন্ন নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আফসার সরকার বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের নেতা স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন আমাদের অনেক উন্নয়ন দিয়েছেন। মানুষের মতো মানুষ হতে হলে তাকে অনুসরন করতে হবে। শুধু ইউনিফর্ম নিলে হবে না ভাল ফলাফল করে বাবা মার মুখ উজ্জ্বল করতে হবে। আগামীতে সমৃদ্ধশালী জাতি গঠনে লেখাপড়ার বিকল্প নেই।