দিপীকার প্রেমের রুট বদল!

বিডি মেট্রোনিউজ ডেস্ক তবে কি রুট বদল হয়েছে দিপীকার প্রেমের! সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচের সঙ্গে দেখা গেল বলিউড তারকা দিপীকা পাডুকোনকে। সম্প্রতি লস এঞ্জেলেসে এক অনুষ্ঠানে দেখা যায় এই দুই তারকাকে।
সেখানে দুজনে একটি সেলফিও তোলেন দুই ভূবনের ‍দুই তারকা। যার ক্যাপশন ছিল, ‘ভালোবাসাই আসলে শক্তি ও অনুপ্রেরণার উৎস। সবসময় নিজেকে, পরিবারকে ও বন্ধুদের ভালোবাসতে থাকুন।’
এসময় জোকোভিচের পরণে ছিল জিন্স ও শার্ট। দুজনকে দেখা যায় একই গাড়িতে। জোকোভিচ অবশ্য ধরা দেননি ক্যামেরাতে। তবে দিপীকাকে ফ্রেমবন্দী করতে ভুল করেননি ফটোগ্রাফাররা।
Print Friendly, PDF & Email

Related Posts