বলিউড সুন্দরী অদিতি রাওর চোখ ধাধানো ভিডিও

বিডি মেট্রোনিউজ ডেস্ক সদ্য করা এক ডান্স ভিডিওতে চোখ ধাধিয়ে দিয়েছেন বলিউড সুন্দরী অদিতি রাও হায়দরী । আন্তর্জাতিক নারী দিবসে যে যার মতো করে কিছু করতে চেয়েছেন। বার্তা দিতে চেয়েছেন সমাজকে। এই তালিকায় বাদ যাবেন কেন এই বলিউড সুন্দরী ?

আন্তর্জাতিক নারী দিবসে তাই চোখ ধাধানো ডান্স করলেন অদিতি রাও হায়দরী। আত্মাকে শরীরের সঙ্গে ছন্দে মিলিয়ে তৈরি করলেন এমন এক শিল্পকলা, যা দর্শকদের কাছে খুবই পছন্দের হয়ে থাকলো।

এই ফ্রি স্টাইল ডান্স ভিডিওটির কোরিওগ্রাফি করেছেন শম্পা গোপীকৃষ্ণান এবং বার্টউইন ডিসুজা।

এই ভিডিওটিতে দেখতে পাবেন এক নারীর শরীরের উপর কীভাবে সূর্যের আলো এসে পড়ছে, আর তারপর সেই নারী শরীর কীভাবে একটু একটু করে উদ্ভাসিত হয়ে উঠছে।

দেখে নিন এই মিউজিক ভিডিওতে।

উপলব্ধি করুন এক অচেনা

অদিতি রাও হায়দরীকে।

তথ্যসূত্র : জিনিউজ

Print Friendly, PDF & Email

Related Posts