শীতের সকালে
ফ্লাইওভারে দাঁড়িয়ে
ধানসিঁড়ি নদীর পাড়ে
পানকৌড়ির রোদ পোহানো দেখা
চমৎকার হয়তো
রোববারে কখনোই কিন্তু
শনিবারের গল্প চলে না
তাই সোমবারের কথা বলা অতি জরুরি –
অস্থিরতার সাথে
আচমকা বাঁক নিতে নিতে
নিজেকে নিজেই মানুষ
নিজের কাঠগড়ায় নিয়ে যায়
ভুলে যায় শব্দ বুননের নাম কবিতা গান
সংলাপ রচনার নাম নাটক
ভয়ংকর এ খেলার মঞ্চে
নিজেকে নিজেই ঠকিয়ে থাকে মানুষ –
পুরনো ফুল
উপহার পাঠানো ছলনার মতো
রাত কাটে তাই নিদ্রাবিহীন
জাদুকরি সম্মোহনি থাকার পরও
চলমান দ্রুত সময়ের স্রোতে
সম্মোহন থাকে না আর
আসল সামনে এসে অবশেষে
সত্যটা মেলে ধরে –
কেউ কারো কোন ক্ষতি করতে পারে না
এ পৃথিবীতে
নিজের ক্ষতি নিজেই করে থাকে সব
বড়ো বড়ো মাথা যেমন
বড়ো বড়ো ভুল করে
ঠিক তেমনি
বুদ্ধির চাষাবাদ করা লোকজনই
এমন বিপদ ঘটিয়ে থাকে –
আকর্ষণীয় মলাট দেখে
নতুন বইয়ের বিচার করা ভুল
ভালবাসা কোন তামাশা নয়
সৃষ্টির শুরুই ভালবাসা দিয়ে
তাই তামাশা করলেই
চোখের জল কুমিরের কান্না হয়ে যায়
জীবনে অবশ্যই
সম্পদের চেয়ে সম্পর্কের মূল্য অনেক অনেক বেশি -।
২ ডিসেম্বর ২০১৯ বাংলাদেশ ।