মৃত্তিকার ঘ্রাণ

বদরুজ্জামান জামান

যে মৃত্তিকা আঁকড়ে আমাদের  ওষ্ঠাগত কসরত;
বাহুবল, হৃদ, ফুসফুস, রক্তকণিকা, দেহের
মাংস, মুণ্ডু স-ব একদিন বিসর্জন দিয়েছিলাম
সে মৃত্তিকার ঘ্রাণ নিয়ে আজ প্রজন্মের বেড়ে উঠা।

ধ্বংসস্তূপের পাশে যে ধর্ষিতা যুবতী অশ্রু মুছে
অস্ত্র হাতে উঠে দাঁড়ালো আজ সে বীরাঙ্গনা,
মায়ের সামনে বুট জুতোয় পিষ্ট শিশুর নিথর
দেহের শেষ আকুতি একটি স্বাধীন দেশ ।

হতাশা, ঘৃণা, ক্রোধ, আশা, নিরাশার গ্লানিতে-
ঝর্নার জলে বিধৌত স্বপ্নরাশি-  অবিনাশী ঝড়
তুলেছিল সেদিন । মুক্তিযুদ্ধ-স্বাধীনতা-বাংলাদেশ
আর লাল সবুজে একাকার  পৃথিবীর সব রঙ।

Print Friendly, PDF & Email

Related Posts