ভিঞ্চি’র মোনালিসার দিকে
তাকিয়ে দেখো
প্রেমের রহস্যময় বিষাদের
রেনেসাঁ সেখানে
আমার কাছে
তোমারও একটা ছবি আছে
তার সাথে –
বিষাদের রাজা জীবনানন্দ
অদ্ভুত ঈর্ষার তীর
যুবকের প্রতি সুরঞ্জনাকে নিয়ে
ওসব আর নাইবা বললাম –
বুদ্ধদেব বসু
জানালায় এক সুন্দরির
হাতের তালু দেখেই
যে অবিস্মরণীয়
কবিতা লেখেন
বাংলা সাহিত্যে তা অতুলনীয় –
তোমাকে নাহয়
দেখি নাই কোনদিন
নাহয় আর দেখাই হলোনা
তাতে কি
এটাই হোক জীবনের
বাকি ইতিহাস –
আমার এ কথা যদি
তোমাকে স্বস্তি দেয়
তবে স্বাগতম
আর যদি কোনদিন এ কাহিনি
কাঁদায় তোমাকে
তবে ক্ষমা করে দিও -।
০৪ জানুয়ারি ২০২০ বাংলাদেশ ।