স্বাধীনতার পদাবলী

স্বাধীনতা,তুমি আর আমি

ডা:মধুসূদন অধিকারী

স্বাধীনতা মানে
ধোকাবাজি আর চাপাবাজি
সব সময় ঘুষ দিতে থেকো রাজি।

স্বাধীনতা মানে
যা বলবো, নীরবে তাই শুনবে
অবাধ্য হলে, মৃত্যুর দিন গুনবে ।

স্বাধীনতা মানে
তুমি হয়ে যাও ফুলিশ
শুনতে বাধ্য, যা বলে পুলিশ ।

স্বাধীনতা মানে
সঠিক বিচার চেওনা
মোটেও করবে না প্রতিবাদ
নিষেধ না মানলে
কাটা যাবে দুটি হাত ।

স্বাধীনতা মানে
দুখীরাম তুমি, তুমি বলির পাঠা,
নিঃশব্দে সইবে আমাদের ঝাটা-পেটা ।

স্বাধীনতা মানে
তোমার অর্থে তেনাদের বাহাদুরী
কেবল শুনবে, যতই করুক পুকুর চুরি।

স্বাধীনতা মানে
তাদের কল্যাণে তোমার মরণ
দেশ ছেড়ে যাও কিংবা পালাও
তবুও ধুয়ে যাও তাদের চরণ
তবুও ছুয়ে যাও তাদের চরণ।

স্বাধীনতা মানে
দেশের সব নেতারাই কল্পতরু
তুমি আমি কেবল বাতিল গরু ।

curryleaves

রক্ষী যেখানে অরক্ষিত

পদ্মনাভ অধিকারী

নানাবিধ ভাবতে ভাবতে, অবসাদগ্রস্থ হয়ে পড়ি—

ভেবে পাইনে-দিকবিদিক! কারণ এখানে এখন
মানচিত্র জুড়ে তালমিল হীন প্রবহ মানতা ! আর
কর্কটে কুড়ে খেয়ে সার শূন্য করে দিচ্ছে-দেবেও-
এমন চলতে থাকলে। ঠিক যেমন করে সব গ্রাস করে
দখলে নেয় অদৃশ্য শত্রু। অথচ ওরা
সঙ্গেই থাকে, চলাফেরাও একই সাথে ! তবুও
না যায় দেখা-না যায় চেনা !

যেমনটি এ মুহুর্তে,-ঘর আছে- আছে তার রক্ষী
কিন্তু সেই রক্ষিই অরক্ষিত- লোপাট করে নিচ্ছে
রাজ কোষ! অই অদৃশ্য শত্রু—

বড় ভাবনায় আছি-বড় দুশ্চিন্তায় আছি
কখন কি হয়-শুধু সেই ভাবনায় । আর ভবিতব্য-
ভবিষ্যৎ-বুঝতে না পেরে, না জেনেই
বুক ভরে নিচ্ছি সিসে ভরা হাওয়া
বাঁচব বলে————-তবুও কেন
চিনে নিচ্ছি না ওদের স্বরূপ- হচ্ছি না হুশিয়ার—?

Print Friendly, PDF & Email

Related Posts