বাতেনের জন্য সাহায্যের আবেদন

বিডি মেট্রোনিউজ আবদুল বাতেন খুব দরিদ্র ও অসহায়। ১০ বছরের রেখে তার বাবা মারা যান। এরপর মা অন্যের বাড়িতে কাজ করে তাদের দুই ভাইকে মানুষ করেন।

দুর্ভাগ্য বাতেন আজ কিডনি রোগে আক্রান্ত। দুটি কিডনিই তার বিকল হওয়ার পথে। তার চিকিৎসা খুবই ব্যয়বহুল। তার পরিবার তাই বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

যোগাযোগ- ০১৮৮২৫৪০২৫৮। সাহায্য পাঠাবার ঠিকানা- ইসলামী ব্যাংক, নোয়াখালী, মাইজদী কোর্ট ব্রাঞ্চ, মুদারাবা সঞ্চয় হিসাব নং ৩৮৫৬০

Print Friendly, PDF & Email

Related Posts