অসিত রঞ্জন মজুমদার: কোভিড-১৯ এর কারণে পুরো বিশ্বই এখন টালমাটাল। বাংলাদেশেও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দেশজুড়ে লকডাউন চলছে। এ অবস্থায় কর্মহীন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। এসব অসহায় পরিবারের পাশে দাঁড়াল রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা জেলা ইউনিট।
গত ২৯ এপ্রিল সাভার উপজেলার ভাকুর্ত ইউনিয়নের নলাগরিয়া গ্ৰামে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মাঝে ফুড প্যাকেজ বিতরণের পর এবার ঢাকার কেরানীগঞ্জের গদাবাগ মাদ্রাসা মাঠে ফুড প্যাকেজ সহায়তা দিল রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা জেলা ইউনিট।
সোমবার (৪ মে) সামাজিক দূরত্ব নিশ্চিত করে রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা জেলা ইউনিটের কর্মীরা কেরানীগঞ্জের গদাবাগ মাদ্রাসা মাঠে করোনাভাইরাস (কেভিড -১৯) এর ক্ষতিগ্ৰস্ত কর্মহীন বেকার পরিবারের সদস্যদের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করেন ।
এই সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি, ঢাকা জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাড. মোল্লা মোহাম্মদ আবু কাওসার, সেক্রেটারি ফয়সাল আহমেদ এবং কার্যনির্বাহী সদস্য ও ডেলিগেট মোঃ আতিকুল হক শামীম।