হেলসের সেঞ্চুরিতে সিলেটকে হারাল রংপুর

বিপিএলে ঢাকার পর সিলেটেও রানবন্যার ম্যাচ দেখছে দর্শকরা। সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচে হয়েছে ৪১৫ রান। যেখানে শেষ হাসি হেসেছে রংপুর।

লাক্কাতুরায় টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০৫ রানের বিশাল পুঁজি পায় সিলেট। জবাবে অ্যালেক্স হেলস ও সাইফ হাসানের ঝড়ো ব্যাটিংয়ে ৮ উইকেট ও ৬ বল হাতে রেখেই জয় তুলে নেয় রংপুর। হেলস অপরাজিত ছিলেন ৫৬ বলে ১১৩ রানে। এবারের বিপিএলে টানা চার ম্যাচেই জয় পেল তারা। আর সিলেট তাদের খেলা দুই ম্যাচেই হেরেছে।   

সিলেটের দেয়া ২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই আজিজুল হাকিমকে হারিয়ে বিপদে পড়ে রংপুর। তানজিম সাকিবের বলে শূন্য রানে আউট হয়ে ফেরেন তিনি। এরপর সাইফ হাসানকে নিয়ে এগিয়ে যেতে থাকেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস।

হেলস ও সাইফ তাণ্ডব চালায় সিলেটের বোলারদের উপর। এক তানজিম সাকিব ছাড়া সকলেই ওভারপ্রতি ১০-এর উপরে রান দেয়। অপরদিকে হেলস ও সাইফ একের পর এক ছক্কা ও চার মারতে থাকেন। দুইজন মিলে গড়েন ১৮৬ রানের জুটি। সাকিবের বলে সাইফ ৪৯ বলে ৮০ রানে আউট হওয়ার আগে জয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিল রংপুর।

শেষ কাজটা করেন হেলস। ৫৬ বলে ১০ চার এবং ৭ ছক্কার মারে ১১৩ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। ইফতিখার ৪ বলে ৮ রানে অপরাজিত ছিলেন। সিলেটের পেসার তানজিম সাকিব ৪ ওভারে ২৩ রানে নেন ২ উইকেট।

এর আগে রনি তালুকদার ও জাকের আলীর ব্যাটে ২০৫ রানের বিশাল পুঁজি পেয়েছিল সিলেট। তবে হেলস ও সাইফের কাছে রানটা সামান্যই মনে হয়েছে।

Print Friendly, PDF & Email

Related Posts