বিডি মেট্রোনিউজ ডেস্ক ॥ রিচা চিড্ডা বনাম সানি লিওন। দুজনের সম্পূর্ণ বলিউডে বিপরীত মেরুর নায়িকা। দুজনের সৌন্দর্য্যেই একটা আলাদা মাত্রা রয়েছে। অভিনয়ের মাপকাঠিতে অবশ্য দু জনের কোনও তুলনা নেই।
সেই সানি লিওন ও রিচা চাড্ডাকে মিলিয়ে দিল সাম্প্রতিক দুই সিনেমার ট্রেলর-টিজার।
সানি লিওনের ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ সিনেমার টিজার যৌনতায় ঠাসা। সেখানে মোহময়ী রিচার শরীর চোখ টানছে ‘ক্যাবারে’সিনেমার ট্রেলরে।
পূজা ভাট প্রযোজিত ক্যাবারে সিনেমাটি মুক্তি পাবে ৯ জুন। ২৪ এপ্রিল মুক্তি পাবে সানি লিওনের ওয়ান নাইট স্ট্যান্ড।
তবে তার আগেই ট্রেলর-টিজার নিয়ে সানি-রিচার উষ্ণতা যুদ্ধ শুরু হয়ে গিয়েছে।
‘ক্যাবারে’ ছবির টিজার ভিডিও
‘ওয়ান নাইট স্ট্যান্ড’ ছবির টিজার