বিকে আরডিএস রুদ্র আকাশ
চোখের আড়ালে নির্জনে বসে কাঁদে মধ্যবিত্ত-
অভুক্ত উদর অনাহার জ্বালায় তেঁতে ওঠে পিত্ত।
সরকারি রেশন চাল ডাল তেল পেল গরীব যারা
পারে না চাইতে মধ্যবিত্ত, হাহাকারে ঘর ভরা ।
গরীব সেতো দু’হাত পেতে চাইতে পারে অন্ন
মধ্যবিত্ত-আপন সত্ত্বাকে করতে চায়না পণ্য।
কেউ বোঝেনা মধ্যবিত্তের জীবন জ্বালাময়
অনন্ত জ্বালা বুকে চেপে হেসেই কথা কয়।
লকডাউনে স্থবির জীবন উনুনে চরেনা হাড়ি
কে শুনবে আজ মধ্যবিত্তের করুণ আহাজারি।
মুখে হাসি নিয়ে চলে শুধু পথ, বুকে অসীম ক্ষত
ধনীর সমমূল্যে কিনে পণ্য মধ্যবিত্ত অবিরত।
মধ্যবিত্তের পুঁজি যে শুধু শিক্ষার মূল্যবোধ
তাই বুঝি দারিদ্রতার এই নির্মম প্রতিশোধ ।
ক্ষুধার অন্ন যোগান দিতে গরীবের আছে সরকার
মধ্যবিত্ত বুকে ব্যথা লয়ে করে শুধু হাহাকার।
ধনীর আছে অগাধ অর্থ বিলাস বহুল বাড়ি
মধ্যবিত্তের বুকে চাপা কষ্ট, পকেটে নাই কানাকড়ি।
কত সংস্থা ছুটে আসে গরীবকে ত্রাণ দিতে
নিরুপায় শুধু মধ্যবিত্ত, কাঁদে নিষ্ঠুর ধরণীতে।
উৎসর্গ: অনিন্দিতাকে