শিউল মনজুর ॥ মাকুন্দা সাহিত্য পদক ২০১৬ পেলেন কবি খালেদ উদ-দীন। গতকাল ৩১ মার্চ সিলেটের বিশ্বনাথ উপজেলার স্থানীয় বজলুর রশিদ স্মৃতি পাঠাগারে এক মনোজ্ঞ অনুষ্ঠানে বাংলা সাহিত্যে অবদান রাখার জন্যে তাঁকে এই পদক প্রদান করা হয়।
বিপুল সংখ্যক সাহিত্য অনুরাগীর উপস্থিতে এই পদক প্রদান অনুষ্ঠান শুরু হয় বিকেল চারটায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসিক মাকুন্দা সম্পাদক শেখর সন্ধানী লেখক মো. খালেদ মিয়া। আনহার আলীর পরিচালনায় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলার মানবাধিকার কমিশনের সভাপতি ও বিশ্বনাথ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সাইদুর রহমান সাঈদ, কবি-অধ্যাপক শিউল মনজুর, লেখক এমরুল কয়েস, মাসিক বাসিয়ার সম্পাদক গীতিকার ও কবি মোহাম্মদ নওয়াব আলী, কবি আবদুল হান্নান ইউজেটিক্স, কবির আহমদ, সোহেল তালুকদার, ছড়াকার শেখ ফজর রহমান, সোহেল বাদশা, রওনক আহমদ এনাম প্রমুখ।
পদকপ্রাপ্ত লেখক খালেদ উদ-দীন বিশ্বনাথের সরোয়ালা গ্রামের সন্তান। তিনি রাগীব- রাবেয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের শিক্ষক। ৯০ দশক থেকে কবিতার সাথে জড়িত। এ ছাড়া শিশুতোষ গল্প এবং প্রবন্ধ লিখে থাকেন কবি খালেদ উদ-দীন। পাশাপাশি সম্পাদনা করে থাকেন সাহিত্যের ছোট কাগজ বুনন। এ পর্যন্ত তাঁর বই বেরিয়েছে ৬টি।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে কবি খালেদ উদ-দীন এর লেখার ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে তাঁর কবিতায় আমাদের সমাজ বাস্তবতার দিক যেমন উঠে এসেছে তেমনি তাঁর কবিতার নান্দনিক পঙক্তিমালার উচ্চারণ পাঠকের হৃদয় আকর্ষণ করে সহজেই। সেই সাথে শিশুতোষ ছোটগল্পের ভেতর দিয়ে তিনি সুন্দর সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেছেন। মূলত তাঁর সৃষ্টিকর্মের ভেতর দিয়ে সমাজ, রাষ্ট্র ও পারিবারিক জীবনের নানাদিক উম্মোচিত হয়েছে।