জাহাঙ্গীর ফিরোজ এর এ সময়ের কবিতা

উদ্যানে হাওয়া সেবি
অর্থহীন বলে কিছু নেই
কিছু নেই অর্থবোধক
যে ডুবছে তার কাছে
অমূল্য মোদক।
চরস লাপাত্তা, চণ্ডু ডুবছে
সাফি ঠিকরি হরিকাঠি সেগুলো মরেছে!
বাঁশিটি কখন কে বা গোপনে ভেঙেছে
তবু থেমে নেই ওরা ;
কেন বলো থামা থামা?
সিগ্রেট খুলে ওরা বানায় পায়জামা।
ময়দানে ছায়া আছে
আছে বলগাহীন ঘোড়া
মালতী ও পারুলের কাছে
মঞ্জরি আছে থোড়া থোড়া।
বনশ্রী, ঢাকা
১৩ আগস্ট ২০২০
Print Friendly, PDF & Email

Related Posts