রা হা ত খা নে র ক বি তা

আমার সৌভাগ্য

 

না, আমার পুত্রকে ঈর্ষা করি না, যদিও
জানি তার সময়ের আয়োজন আমার গলা উঁচু
আকাঙ্ক্ষার চেয়েও বড়।
না, আমার কন্যাকে আয়ুর অধিক ভালবাসা
জানিয়ে যেতে অনিচ্ছুক নই আমি, যদিও
আমার কন্যা ভবিষ্যতে তার সমস্তই দিয়ে যাবে
শোণিতের স্নেহকে।

আমার পুত্র, আমার কন্যা, আমার স্ত্রী, প্রেমিকা,
বন্ধু, সজ্জন সবাইকে ভালবাসি। ভালবেসে
বলে যেতে ইচ্ছে হয়, হয়তো কিছুই
পাইনি ঠাঁই সময়ের ইতিহাসে, শুধু
একটি দীর্ঘ সৌভাগ্যেরই অধিকারী, আমি
পুত্রকে কন্যাকে বলে যাবো, বলে যাবো
শেখ মুজিবের সময়ের মানুষ আমি, আমি
এই সৌভাগ্য পেয়েছি।

শেখ মুজিব, -ঘরে ঘরে একদিন, এই
সৌভাগ্যের খোঁজে পড়ে যাবে।

প্রথম প্রকাশ : পৃথিবীর কাছে নোটিশ,
প্রকাশকাল : ২১ ফেব্রুয়ারি ১৯৭৯

শুক্রবার (২৮ আগস্ট,২০২০) রাত সাড়ে ৮টায় প্রয়াত সাংবাদিক ও একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক রাহাত খান স্মরণে

 

 

 

Print Friendly, PDF & Email

Related Posts