গোপনে গোপনে বিরাট-আনুশকা

বিডি মেট্রোনিউজ ডেস্ক বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা এবং ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির প্রেমের সম্পর্ক নিয়ে অনেকদিন থেকেই নানা রকম গুঞ্জন শোনা যাচ্ছে। এক বার শোনা যায়, সব ভুলে কাছে আসছেন তারা। আবার শোনা যাচ্ছিল, বিরাটকে নাকি আর ভরসা করতে পারছেন না আনুশকা।

তবে এত গুঞ্জনের মাঝেও এ জুটি গোপনে একসঙ্গে হাজির হয়েছিলেন নৈশভোজে। মুম্বাইয়ের বান্দ্রার ‘হাক্কাসান’ নামের এক রেস্তোরায় অনেকটা চুপিসারেই নৈশভোজে গিয়েছিলেন তারা। সেখানে গিয়ে অনেকক্ষণ নিজেদের মধ্যে কথাও বলেন আনুশকা-বিরাট। এ সময় তারা খুব আমুদে মেজাজেও ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

নৈশভোজ শেষে রেস্তোরা থেকে একসঙ্গে বের হন আনুশকা শর্মা এবং বিরাট কোহলি। পরে আলাদা গাড়িতে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন তারা।

Print Friendly, PDF & Email

Related Posts