বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিববর্ষে কবি ও কথাশিল্পী প্রত্যয় জসীম নির্মাণ করেছেন মুজিবনামা প্রামাণ্যচিত্র।
প্রত্যয় জসীমের দীর্ঘ কবিতা মুজিবনামা অবলম্বনে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্রটি।
কবিতার ধারাবর্ণনা করেছেন, বাংলাদেশ টেলিভিশনের সাবেক ডিজি প্রয়াত বাচিক শিল্পী কাজী আবু জাফর সিদ্দিকী।
২০০৭ সালে এ প্রামাণ্যচিত্রটির মহরত করেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক প্রয়াত আবদুল জলিল। নানা জটিলতা কাটিয়ে অতঃপর সম্প্রতি এ প্রামাণ্যচিত্রটির সম্পাদনার কাজ শেষ করেন প্রত্যয় জসীম নিজেই।
ইতোমধ্যে প্রামাণ্যচিত্রটির ওয়েব ভার্সন ইউটিউবে রিলিজ দেয়া হয়েছে। ইউটিউবে ‘প্রত্যয় জসীম’ সার্চ দিলে এটি দেখা যাবে।
উল্লেখ্য প্রত্যয় জসীম এ প্রজন্মের একজন সব্যসাচী লেখক। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, সম্পাদিত গ্রন্থ মিলিয়ে তার প্রকাশিত বই-এর সংখ্যা শতাধিক।