প্রত্যয় জসীম এর এ সময়ের কবিতা

স্বাতী

 

চোখের পাপড়ি জুড়ে সুনীল আকাশ
দূরাকাশে ভাসে চাঁদ… চাঁদ যেন লাশ…
নীলকাশে জ্বলে তারা- ছোট নয় বড়
চাঁদ- তারা- সূর্য- দেখে প্রকৃতিকে পড়…।

 

চাঁদের চেয়েও বেশি জেনো রেখো স্বাতী…
কবির আকাশ জুড়ে করো মাতামাতি…।

 

মরে যায়… পুড়ে যায়… সময়টা ছাই…
এখন সময় হলো- নাই কিছু নাই…
স্বপ্ন আশা নিয়ে তবু জীবন পোড়াই…।

Print Friendly, PDF & Email

Related Posts