সমাজের করতল থেকে
পায়ের নিচে পড়ে রয়েছে,
বিপুল সমাজ
ছিনতাই, খুন, ধর্ষণ
কে কার কথা ভাবে আজ?
যাবে অসাধুরা,
দায়িত্ব এড়িয়ে যাবে
তবু সমাজের করতল থেকে,
শস্য খুঁটে খাবে।
সবার মত সবাইকে
সুখে থাকতে দাও,
এমন সুখের সমাজ
আমাকে আরেকবার দেখতে দাও।
আবার সূর্য উদয় হবে
এই আশাতে জাগি,
সপ্নের রঙ তুলি দিয়ে
নতুন সমাজ আঁকি।
মরনের শাশ্বত যাত্রী
মাটির অনেক নিচে চলে গেছো কবরে
তুমি আজ কার কথা ভাবছো আঁধারে?
পৃথিবী থেকে চলে গেছ তবু ভালো,
মাঝখানে কয়েক মুহূর্ত এই সূর্যের আলো।
সারাদিন মিছে কেটে গেল
তোমার লাশের কাছে,
তবু পারেনি কেউ
আবার তোমাকে জাগাতে।
আলো আঁধার মেঘ রোদের বিহ্বল আলোড়ন,
ডানে-বাঁয়ে সারাদিন তোমার মত সকলের আবছা মরণ।
হৃদয়কে সর্বদাই শান্ত হতে বলে,
আমরা বিনিময় মূল্য পেতে চাই— প্রেমে।
ধূম্রমৌন সাঁঝে,
প্রতিদিন কার না কার-ও মৃত্যুঘণ্টা বাজে।
তোমার চলে যাওয়াতে আমার রাত আর দিনের ব্যত্যয়,
অচেতনায় মিশে যাওয়া কিন্তু মরনের ঘুম নয়।
সেই তুমি সেই আমি সেই-জীবন সেই মৃত্যুরীতি,
জীবনের পটভুমিতে আমরা সবাই মরনের শাশ্বত যাত্রী।