বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ অভিনেতা অপূর্ব করোনা পজিটিভ হয়েছেন আরো দুদিন আগে! শুরুতে বাসায় থাকলেও তার শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে ভর্তি করানো হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। রাখা হয় নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ)।
তবে আগের চেয়ে অপূর্ব’র অবস্থা কিছুটা ভালো বলে জানান নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।
বুধবার দুপুরে তিনি বলেন, করোনা পজিটিভ আসার পর অপূর্ব ভাইয়ের রক্ত পরীক্ষা করানো হয়। সেইসব রক্তের রিপোর্ট দেখে চিকিৎসকরা জানান যে, সাধারণ অবস্থার চেয়ে রক্ত প্রবাহ বহুগুনে বেশি।
এ অবস্থায় চিকিৎসকরা জানান, এরকম প্যাশেন্টের ক্ষেত্রে যে কোনো সময় অবস্থা খারাপ হতে পারে। এবং সত্যি সত্যি অপূর্ব ভাইয়ের অবস্থা খারাপ হতে থাকে। খিঁচুনিসহ জ্বর, শরীর ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা এমনকি ১০২ ডিগ্রির নিচে তাপমাত্রা নামছিলোই না। শেষ পর্যন্ত গত রাত দেড়টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
‘বড়ছেলে’র এই নির্মাতা বলেন, আগের চেয়ে বেশ ভালো আছেন অপূর্ব ভাই। সিটি স্ক্যানের রিপোর্ট টা যদি ভালো আসে, তাহলে হয়তো আইসিইউ থেকে খুব শিগগির সাধারণ কেবিনে নিয়ে যাওয়া হবে।