মেটাফর ॥ কবি মাহবুব হাসান-এর নতুন কবিতা

বাস্তব বলে কোনো শব্দ নেই আসলে
এবং পৃথিবীও,
যাদের কল্পনা পুলসিরাতের মতো সরু
কিংবা যারা ভাবনার ছাল ছাড়িয়ে কোমল কোয়া
শুষে নিয়ে টসটসে আজ গায়ে ও গতরে
তাঁরাই মূলত সৃষ্টিশীল আমাদের,
এবং
তাঁরাই আসলে আল্লাহর সার্বভৌম
ক্ষমতার নকিদার !
আমাদের কলাপাতার পাতে ঢেলেছে তারা
থকথকে মাসকলাইয়ের রসালো ভালোবাসা,
খাদকের জমকালো ভালোবাসা
বিক্রি করেছি নানা কলায়!
সঙ্গীতের সুরে আমরা গাইতে গাইতে হেঁটেছি
দেশময়, হরিৎ বাংলার প্রেমে ভুলে গেছি
বাস্তব আর পরাবাস্তবের ঘেরাটোপ,
এ্যালেগরির কানকো এসে
মর্দমত্ত ষাঁড়ের শিংয়ে গুতোবে অহরহ,
আমার চিন্তার দিগন্তের নদীনালায়
নামবে আষাঢ়ে ঢল,
আমি উর্ধ্বশ্বাসে দৌড়াতে দৌড়াতে টের পাবো
এ-সব স্বপ্ন বৈ মিথ্যা কিছু নয়!
হতে পারে মিথের সৌরভ, নবতর
জাদু আর বাস্তবতার লীলা ,
কল্পনার বস্তু,
পেটের তামাশা!
পৃথিবী বলে কিছুই নেই,
তার কমলা আকার,
আল্লাহ ও খোদা, একই শস্যের দুই পিঠ,
গিঁট-ছাড়াই জাদুর মতো লেপ্টে আছে!
আমাদের রাজনৈতিক চেতনার ঘোলাজলে!!
সৃষ্টিকর্তা, হে আমার!
মহান মিথের মতো জ্বল্যমান প্রভু,
কল্পনার নতুন চেহারা আমাদের,
আশ্রয়ের ভিত, সৌরভের মতোই বায়বীয় সঙ্গীত
নামের মহিমা!
এ-দুনিয়া কিছুই না,
মেটাফর এক,
আসলের নকল,
যেন তুমি
অনন্ত ব্যাপ্ত কল্পনা!!!

 

# ১১/০৪/২৯২০
নিউ ইয়র্ক

Print Friendly, PDF & Email

Related Posts