মোনুড়া
বোশেখে ঈশান কোণে মেঘ করে
গর্জে এলো মুশল ধারায় বৃষ্টি,
তপিস তাপের জ্বালা জুড়ালো
শীতল হলো গোটা সৃষ্টি ।
সেই জুলের ধারা ছুটে চলে
যেন নৃত্য রতা অনূঢ়া,
প্রকৃতি তখন ছন্দে ফিরলো
যে সুখে আমার মোনুড়া ।
নব নবীনের সৃষ্টিতে
বোশেখের রুদ্র রোষে
ক’খন কি হয় ভাবি বোসে,
আমরা আছি কাছাকাছি
সমাজ বনানির গাচাগাছি
শঙ্কা- ঈশানী মেঘের জল-ঝড়ে
ভেঙে কে কার গায়ে পড়ে,
উড়ে যায় সুখের ঘরের চালা
সঙ্গে সোনালি ধানের পালা
যা দেখে কিষাণ কিষাণী বেঁধেছে বুক
পলকেই যা’ দের উবে যাবে সব সুখ !
তবুও বোশেখের এলোমেলো বৃষ্টিতে
নতুন জলে নব সৃষ্টিতে,
মন ভরেযায়-যখন সে দৃশ্য পড়ে দৃষ্টিতে
জলজ শিশু খেলে তাতে ইষ্টিতে ।
বোশেখ তবু তোমাকে চাই
নব-নবীনের সৃষ্টিতে