বৈশাখ- ফড়িংয়ের মতো ছুটতে পারেনা আর
গাইতে পারেনা কোকিলের মতো,
লাটাই ভরা সুতোয় বাঁধা পড়েছে বৈশাখের
রঙিন ঘুড়ি।
উড়ে চলা মেঘের বন্ধু এখন আর
হতে পারেনা বৈশাখ,
এখন আর ইচ্ছেমতো বেজেও চলেনা
বৈশাখের ঢাক।
বাবুই বৈশাখ চড়ুই হয়ে দালান কোঠায় থাকে
পরের ঘরে হয় তার ঠাঁই,
দিনদিন বৈশাখ ভুলতে বসেছে তার
সপরিচয় আর নিজ ঠিকানাই।
ঘড়ির কাঁটায় চলে বৈশাখ এখন
সময়ের গন্ডিতে বন্ধী আজ সব বৈশাখি মন,
এক চুল তার হলেই নড়চড়
বৈশাখ হয়ে উঠতে পারে কালবৈশখি ঝড়।
বৈশাখ পিপাসায় আমার গলা-ওষ্ঠ
শুকিয়ে হয়ে আছে কাঠ
এক গ্লাস পানি চেয়ে চেয়ে ক্লান্ত আজ
রমনার বৈশাখি মাঠ।