জানুয়ারি-ফেব্রুয়ারিতে দেশে করোনা ভ্যাকসিন প্রয়োগ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, জানুয়ারি-ফেব্রুয়ারিতে দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগকে সামনে রেখে প্রয়োগকারীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমে পর্যায়ক্রমে সরকারি- বেসরকারি হাসপাতালগুলোকেও অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথম দফায় ৩ কোটি ডোজ ভ্যাকসিন আসবে। মে-জুন নাগাদ ৬ কোটি ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ।

এছাড়া করোনাভাইরাস সংক্রমণরোধে স্থানীয় সরকার বিভাগের নেয়া পদক্ষেপ ও কর্মপরিকল্পনা সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে।

একাদশ জাতীয় সংসদের ২০২১ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০২০ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। বৈঠকে মন্ত্রিসভার সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

Related Posts