দ্য এক্সরসিস্ট : পৃথিবীর সবচেয়ে ভৌতিক ছবিগুলোর একটি

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ পৃথিবীর সবচেয়ে ভৌতিক ছবিগুলোর একটি ‘দ্য এক্সরসিস্ট’। আসছে হাড় হিম করা এই ছবির সিকুয়েল। নির্মাতা ডেভিড গরডন গ্রিন সিকুয়েলের কাজ শুরু করেছেন।

২০১৮ সালের ভৌতিক ছবি ‘হ্যালোউইন’ নির্মাণ করেছিলেন গরডন। সেই ছবি সাড়া ফেলেছিল ভৌতিক সিনেমাপ্রেমীদের মাঝে। তাই ‘দ্য এক্সরসিস্ট’-এর সিকুয়েল নিয়েও ভক্তরা আশাবাদী।

১৯৭৩ সালের ২৬ ডিসেম্বর মুক্তি পায় উইলিয়াম ফ্রেডকিন পরিচালিত ‘দ্য এক্সরসিস্ট’। পুরো বিশ্বে ১৯৩ মিলিয়ন ডলার আয় করেছিল ছবিটি।

উইলিয়াম পিটার ব্ল্যাটির ১৯৭১ সালের ‘দ্য এক্সরসিস্ট’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ছবির গল্প। একটি অশুভ অশরীরী আত্মা ১২ বছর বয়সী এক মেয়ের উপর ভর করে। তখন মেয়েটির মা দুজন তান্ত্রিকের শরণাপন্ন হন মেয়েটিকে বাঁচানোর জন্য।

Print Friendly, PDF & Email

Related Posts