জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের আর নেই

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম এ তথ‌্য নিশ্চিত করেছেন।

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন তিনি। গত ২১ ডিসেম্বর, সোমবার বিকেলে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। সম্প্রতি শরীরে ক্যান্সার সনাক্ত হলে তিনি ভারতের চেন্নাইয়ে চিকিৎসা নিতে যান। সেখান থেকে ২০ ডিসেম্বর দেশে ফেরেন। ওইদিনই বিকেল তাকে ভর্তি করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানেই করোনার পরীক্ষা করা হয়।
করোনায় আক্রান্ত হলেও গত কয়েকদিন তার অবস্থা স্থিতিশীল ছিলো বলে গণমাধ্যমকে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এর আগে গত ৮ ডিসেম্বর চেন্নাইয়ে নেয়া হয় আব্দুল কাদেরকে। পরে ১৫ ডিসেম্বর ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানা যায়। চেন্নাইয়ের ক্রিশ্চিয়ান মেডিকেল হাসপাতালে চিকিৎসায় তেমন অগ্রগতি হয়নি। কেমোথেরাপি দেয়ার মতো অবস্থায় ছিলেন না তিনি। তার রক্তের হিমোগ্লোবিন ক্রমশ কমতে ছিলো।
হুমায়ূন আহমেদের কোথাও কেউ নেই ধারাবাহিক নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন আব্দুল কাদের। অভিনয়ের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন তিনি।
এ ছাড়া জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র পরিচিত মুখ তিনি। হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্য তিনি তুমুল জনপ্রিয় টেলিভিশনের পর্দায়।

 

Print Friendly, PDF & Email

Related Posts