আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: বাংলাদেশের প্রাচীনতম শতবর্ষ উত্তীর্ণ টাঙ্গাইল করোনেশন ড্রামাটিক ক্লাবে (সিডিসি) পাঁচ দিনব্যাপী (২৭- ৩১ ডিসেম্বর) পর্যন্ত নাট্য উৎসবের শুভ উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব ও একুশে পদকপ্রাপ্ত টাঙ্গাইলের কৃতিসন্তান মামুনুর রশিদ।
রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল করোনেশন ড্রামাটিক ক্লাব (সিডিসি’র) নাট্যমঞ্চে নাটক উৎসবে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন – করোনেশন ড্রামাটিক ক্লাবের সভাপতি, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা আবু মোঃ এনায়েত করিম, ফারুক কোরেশী, করোনেশন ড্রামাটিক ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলু ও নাট্য সম্পাদক দেবাশীষ দেব।
প্রথম দিন সিডিসি’র পরিবেশনায় ইবলিশ নাটক মঞ্চস্থ হয়। এরপর (২৮ ডিসেম্বর) প্রাঙ্গণে মোর পরিবেশনায় মেজর, আগামী (২৯ ডিসেম্বর) নগর নাট্যদল পরিবেশনায় আদাব, আগামী (৩০ ডিসেম্বর) আরণ্যকের পরিবেশনায় কহে ফেইসবুক এবং আগামী (৩১ ডিসেম্বর) হঠাৎ নাট্য সম্প্রদায়ের পরিবেশনায় সঙযাত্রা।
নাটক গুলো প্রতিদিন সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।