এইচএসসির ফল প্রস্তুত, প্রকাশ হতে পারে বৃহস্পতিবার

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ করোনার কারণে এবার হয়নি এইচএসসি ও সমমানের পরীক্ষা। তাই শিক্ষার্থীদের স্বার্থে ‘অটো পাস’-এর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ডিসেম্বরে ‘অটো পাস’-এর ফল প্রকাশের কথা থাকলেও অধ্যাদেশ জারি হতে দেরি হওয়ায় তা পিছিয়ে যায়। তবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রস্তুত করেছে শিক্ষা বোর্ডগুলো। এখন শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় আছে বোর্ড।

মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে বোর্ডগুলো আগামী বৃহস্পতিবার (৭ জানুয়ারি) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করতে পারে বলে জানা গেছে। এ সংক্রান্ত অধ্যাদেশ জারির পর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ‌্যাপক কায়সার আহমেদ সোমবার (৪ জানুয়ারি) মুঠোফোনে বলেন, ‘আমরা ফল প্রস্তুত করে রেখেছি। এখন আর তেমন কোনো জটিলতা নেই। এখন মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় আছি। নির্দেশনা পেলেই ফল প্রকাশ করা হবে।’

গত ২৯ ডিসেম্বর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশ করতে গেলে আইনি প্রক্রিয়া হিসেবে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হবে। অধ্যাদেশ জারির পর ফল প্রকাশ করা হবে।

Print Friendly

Related Posts