বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’-তে তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা রেনু অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মায়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। এ চলচ্চিত্রে তাকে কৈশোরের ‘রেনু’র ভূমিকায় দেখা যাবে।
শিগগির মুম্বাইতে এ চলচ্চিত্রের শুটিং শুরু হবে। তার আগে শনিবার (৯ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে সাক্ষাৎ করেন দীঘিসহ এ চলচ্চিত্রে অভিনয় করতে যাওয়া একঝাঁক অভিনয় শিল্পী।
দীঘি জানান, তারা শনিবার বিকেল তিনটার পর গণভবন যান। ঘণ্টা তিনেক ছিলেন। উদ্দেশ্য বঙ্গবন্ধুর উপর ক্লিয়ার ও অফিশিয়াল বিফ্রিং। যারা অভিনয় করছেন তারা অজানা কিছু প্রশ্নের উত্তর পেতে সেখানে হাজির হয়েছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তার বোন শেখ রেহানা দুজনেই ব্রিফিং দিয়েছেন। আরও ছিলেন অভিনয় শিল্পী নুসরাত ইমরোজ তিশা, আরিফিন শুভ, নুসরাত ফারিয়াসহ অনেকে।
প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছে জানতে চাইলে দীঘি বলেন, প্রধানমন্ত্রী আমাকে বলেছেন তিনি ওই সময়ে তার মাকে দেখেননি! তবে তার শোনা, মাকে নিয়ে কয়েকটা কাহিনি শোনালেন। দীঘি বলেন, এই বিফ্রিংটা আমাকে ব্যক্তিগতভাবে দিয়েছেন তিনি। দীঘি আরও বলেন, বায়োপিকে যারা অভিনয় করতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর প্রত্যেকটা চরিত্র বাছাই খুব পছন্দ হয়েছে বলে জানিয়েছেন। তারা দুই বোন এও বলেছেন, যাদেরকে নেয়া হয়েছে তাদেরকে বাস্তবের চরিত্রগুলোর মতো দেখা যায়।
শিশুশিল্পী হিসেবে আগেই দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন দীঘি। তিনি জানান, সেই সূত্রে তাকে আগে থেকেই চেনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীঘি বলেন, যতবারই গণভবনে গিয়েছি তিনি (শেখ হাসিনা) আমাকে বেশি আদর করেছেন। দেখা মাত্রই সাথে সাথে আমাকে ডেকেছেন। এবার বঙ্গবন্ধুর বায়োপিকে কাজটা যেন ভালোভাবে করি সেটা ভালোভাবে নির্দেশনা দিয়েছেন। বলেছেন, আমার মা যেমন ছিলেন তেমনভাবেই ধারণ করার সর্বোচ্চ চেষ্টা করো। আত্মবিশ্বাস ও মনোযোগ দিলে অবশ্যই পারবে।
দীঘি বলেন, আমি আসলে খুব নার্ভাস। তবে আমাকে এ চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছে এতে নিজেকে ধন্য মনে করি।
দীঘি জানান, তার শুটিংয়ে যোগ দেয়ার তারিখ চূড়ান্ত হয়নি তবে এ মাসেই যাবেন এটা নিশ্চিত। ‘রেনু’ চরিত্রের প্রস্তুতি প্রসঙ্গে দীঘি বলেন, এ চরিত্রের ওজন অনেক বেশি। গতবছর মার্চ থেকেই প্রস্তুতি নিচ্ছি। আমি অনেকগুলো বই পড়েছি। আর্কাইভ থেকে ছবি বা ভিডিও ফুটেজ দেখেছি। এরমাঝে টুঙ্গিপাড়ার মিয়াঁভাই নামে একটি ছবি করেছি। এতে কাজ করার ফলে চরিত্রটি সম্পর্কে জানতে আরও সহায়তা পেয়েছি। এরপর শুটিংয়ে মুম্বাই গেলে সেখানে একটি ওয়ার্কশপ হবে। তারাও অভিনয় সঠিকভাবে করতে পারবো কিনা দেখবেন। সবমিলিয়ে আমার প্রস্তুতি মোটামুটি ভালো। মুম্বাই গিয়ে আরও প্রস্তুতি নেয়া যাবে।
আগামি ২৫ জানুয়ারি ভারতের মুম্বাই থেকে শুরু হচ্ছে শ্যাম বেনেগালের পরিচালনায় যৌথ প্রযোজনার ছবি ‘বঙ্গবন্ধু’র প্রথম লটের কাজ। টানা আড়াই মাস চলবে সেটি।
জানা যায়, প্রথমে বাংলাদেশে ছবিটির শুটিং করার কথা ছিল। তবে করোনায় সব পরিকল্পনা ভেস্তে যায়। ২৫ জানুয়ারি মুম্বাইয়ে শুটিং শুরু হয়ে এটি চলবে ১০ এপ্রিল পর্যন্ত। এরপর দ্বিতীয় লটের জন্য কিছু দিনের বিরতি থাকবে। তারপর বাংলাদেশে শুটিং হওয়ার কথা রয়েছে।