বিডি মেট্রোনিউজ ডেস্ক ॥ এখনও পর্দায় সানি লিওনকে তাঁর শরীরী আবেদনেই পছন্দ করেন দর্শকদের একটা বড় অংশ। এ বার ফের বোল্ড লুকে ধরা দিলেন তিনি।
না! কোনও সিনেমা নয়। সৌজন্যে একটি ম্যাগাজিনের ফটোশুট। যেখানে সুইমিং পুলের ধারে বিকিনি পরে বসে আছেন নায়িকা। কভারে লেখা ‘সানি ডেজ’।
ছবিটা সোশ্যাল সাইটে শেয়ার করেছেন খোদ নায়িকা। জানিয়েছেন, এটি নাকি তাঁর অন্যতম পছন্দের ছবি!