রাজধানীর কাকরাইলে মা ও ছেলে হত্যায় মৃত্যুদণ্ড ৩

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ রাজধানীর কাকরাইলে মা ও ছেলে হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৭ জানুয়ারি) দুপুরে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন। গত ১০ জানুয়ারি একই আদালত রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ তারিখ ধার্য করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আব্দুল করিম, স্ত্রী শারমিন আক্তার মুক্তা ও তার ভাই আল-আমিন ওরফে জনি।

রায় ঘোষণার আগে তিন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাদের সাজা পরোয়ানা দিয়ে আবার কারাগারে পাঠানো হয়।

এদিকে, রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষ ও রাষ্ট্রপক্ষ।

মামলার বাদী আলী আশরাফ বলেন, ‘এ রায়ে আমরা সন্তুষ্ট। উচ্চ আদালতে এ রায় যেন বহাল থাকে সেই আশা করছি। আর রায় যেন দ্রুত কার্যকর হয়।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী সাবিনা আক্তার দিপা বলেন, ‘এ রায়ে আমরা সন্তুষ্ট। বাদীপক্ষ যেন ন্যায়বিচার পাই সেজন্য কাজ করে গেছি। অবশেষে কাঙ্খিত রায় এসেছে।’

উল্লেখ্য, ২০১৭ সালের ১ নভেম্বর কাকরাইলের পাইওনিয়র গলির ৭৯/১ নম্বর বাসায় আবদুল করিমের প্রথম স্ত্রী শামসুন্নাহার করিম (৪৬) ও তার ছেলে শাওনকে (১৯) হত্যা করা হয়। ঘটনার পরদিন রাতে নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে রমনা থানায় মামলা দায়ের করেন।

২০১৮ সালের ১৬ জুলাই ওই তিন জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক (নিরস্ত্র) মো. আলী হোসেন। গত বছর ৩১ জানুয়ারি তিন জনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

Print Friendly, PDF & Email

Related Posts